
শরীয়তপুর সদর “পালং বাজার বন্ধু মহল” এর ১৫তম বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পালং বাজার বন্ধু মহল এ যেন এক মিলন মেলা। বুধবার (১৩ জুন) সন্ধ্যায় ভোজন বাড়ী চাইনিজ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মো. রিংকু তালুকদার, সাগর মুন্সী, রোকন সিকদার, জাকির হাওলাদার, মামুন খান, রাসেল, সহিদ, দুলাল, সুরুজ, দিদার, আরিফ, মান্নান, রফিক, বাহাদুর, মেহেদী, জসিম, ছালাম মাঝি, জামাল, এনায়েত, আলাউদ্দিন, হিরো, রবি, রোকন, আরিফ, তানিম, রাসেল, মোস্তফা, নাজমুল, রফিক, শাহজাদা বাবু, সালাম, হান্নান, নুরুজ্জামান, রিগান, আমিন মাদবর, বাহাদুর, সোহাগ, এনায়েত, বিপ্লব, ইকবাল, কবির, উজ্জল, মো. জামাল মল্লিক, রতন, হিরু, মনির প্রিন্স প্রমূখ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পালং বাজার বন্ধু মহলের সদস্যরা বলেন, বন্ধুত্ব টিকে থাকে বিশ্বাসের উপর। একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে। মাঝে মাঝে যোগাযোগ রাখতে হয়। যোগাযোগের মাধ্যমেই বন্ধুত্ব অটুট থাকে।
দোয়া পরিচালনা করেন, মাওলানা সগীর হোসেন।