
শরীয়তপুর সদর হাসপাতালে বৃহস্পতিবার সকাল থেকেই ছুটি কাটাচ্ছেন হাসপাতালের নিয়মিত চিকিৎসকগণ মুমূর্ষ রোগীরা দূর-দূরান্ত থেকে এসে চিকিৎসা না নিয়েই ফিরে যেতে হচ্ছে তাদের।
শরীয়তপুর সদর হাসপাতালে গিয়ে জানা যায় সদর হাসপাতালের আর.এম.ও ডাক্তার শেখ মোঃ মোস্তফা খোকন তিনি এই ঈদে আমেরিকা ঈদ করবেন তাই তিনি এখন আমেরিকায়। ভারপ্রাপ্ত আর.এম.ও ডাক্তার সুমন কুমার পোদ্দার রয়েছেন নোয়াখালী, আর পুরো হাসপাতালের জন্য রয়েছেন দুইজন ডাক্তার এরা হলেন, ডা. আকরাম এলাহী ও ডা. মোঃ এহসান শাহ্ এ দুজনই যতদূর সম্ভব করছেন।
এ ব্যাপারে শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল্লা জানান, হাসপাতালে ডাক্তার সংকট রয়েছে ভারপ্রাপ্ত আর.এম.ও ডাক্তার সুমন কুমার পোদ্দার রয়েছেন ছুটিতে তিনি আগামীকাল আসবেন এবং ডা. আকরাম এলাহী ও ডা.এহসান শাহ স্টেশনেই রয়েছেন।