
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা ইউনিটের ৫০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৫ ডিসেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শরীয়তপুর জেলা শাখা কার্যালয়ে
সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা শিকদার।
শরীয়তপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসেন মুন্সির উপস্থাপনায় মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক অনল কুমার দে, সাবেক ডিস্ট্রিক্ট জজ সেকেন্দার আলী, জেলা পরিষদেও সাবেক সদস্য কামরুজ্জামান উজ্জ্বল, শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী হোসেন মিয়া, শরীয়তপুর সদও উপজেলা পরিষদের ভাই-চেয়ারম্যান কণ্ঠশিল্পী সামিনা ইয়াসমিন। ডগ্রী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন তালুকদার, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান গোলাম মোস্তফা, সোডেপের নির্বাহী পরিচালক শামীম আহম্মেদ. সাংবাদিক শফিকুল ইসলাম স্বপন সরকার, তাজুল ইসলাম সরকার ও হাবিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট সোসাইটির পতাকা উত্তোলন করা হয়।
#