
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-এর অধীনে জেলার ১৩২টি পাকা ঘরের অংশ হিসেবে শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের ১২টি দরিদ্র পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর।
সোমবার ৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় শৌলপাড়া ইউনিয়নের গ্রাম চিকন্দী এলাকার টিকাটুলি মোড় নামক স্থানে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান গৃহহীন ও ভূমিহীন এসব পরিবারকে বিনামূল্যে ৩৫ শতক জমিসহ পাকা ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মনিজা খাতুন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার, সদর উপজেলা প্রকল্প ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, শৌলপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানীসহ প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইউনিয়নের মোট ১২টি ভূমি ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো: পারভেজ হাসান বলেন, আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে ১৩২ টি পাকা ঘর প্রদানের অংশ হিসেবে আজ শৌলপাড়ায় ১২টি পাকা ঘর মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অত্র ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।
এ সময় ভূমি ও গৃহহীন পরিবার জমির দলিল ও ঘরের চাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দিত।