
শরীয়তপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ছাবেদুর রহমান (খোকা সিকদার), জেলা পরিষদের নির্বাচিত সকল সদস্য ও কর্মকর্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। বুধবার ৭ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে উপস্থিত হয়ে তারা মাজার জিয়ারত করেন।
জিয়ারতে অংশ নেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. নূর হোসেন, সহকারী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের সদস্য আসমা আক্তার, হাহিবুন নাহার নিপা, মো. বোরহান মুন্সি, নেছার উদ্দিন মাদবর, সৈয়দ ইকবাল হোসেন, আলী আজগর চুন্নু, আঃ কাইউম পাইক ও আব্রাহাম লিংকন।
এ বিষয়ে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ছাবেদুর রহমান (খোকা সিকদার) বলেন, আমি পুনরায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা জেলা পরিষদের কর্মকর্তাদের সাথে নিয়ে আমাদের আদর্শের পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের মধ্যদিয়ে আমাদের কার্যক্রম শুরু করতে চাই। সে কারণে আমরা সবাই মিলে টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত, আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেছি।
#