বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩০শে শাবান, ১৪৪৪ হিজরী
বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং
বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলায় ত্রি-বার্ষিক সম্মেলন

আনোয়ার কামালকে সভাপতি ও নূরুল আমীন রতনকে সাধারণ সম্পাদক

আনোয়ার কামালকে সভাপতি ও নূরুল আমীন রতনকে সাধারণ সম্পাদক

বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলায় ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে শরীয়তপুর জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। সম্মেলনে
আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামালকে সভাপতি ও নড়িয়া উপজেলার বিঝারী উপসি তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নূরুল আমীন রতনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ শনিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর সদরের আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কমিটির ঘোষণা দেয়া হয়। এরআগে সকাল থেকে দিনব্যাপি সম্মেলনের প্রথম অধিবেশনে স্থানীয় শিক্ষকগণ তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার বর্তমান সভাপতি আনোয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নূরুল আমীন রতনের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবদুর রব মুন্সী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, সদস্য কামাল উদ্দিন, জিএম নুরুল হক, মো. রফিকুল ইসলাম। এসময় শরীয়তপুর শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ শম্ভুনাথ পোদ্দার, প্রচার সম্পাদক সাইদ মাহমুদসহ প্রায় ৪০০ শিক্ষক উপস্থিত ছিলেন।


error: Content is protected !!