
জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোকসজ্জা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইসচ্যান্সেলর প্রফেসর ড.তালুকদার লোকমান হাকিম।
উদ্বোধন শেষে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হয়ে কেন্দ্রীয় মাঠ প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতি কৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা আমাদের দেশকে পাকিস্তানি হানাদারদের থেকে মুক্ত করেছি। সেদিনের পর থেকে এ দেশে আর পাকিস্তানি পিছুটান থাকার কথা নয়। তবুও কেন বার বার এদেশে পাকিস্তানি কায়দায় মিলিটারি ক্যু, জাতির পিতাকে হত্যার মতো নৃশংস ঘটনা ঘটেছে? এর কারণ, এদেশ থেকে পাকিস্তানিরা চলেগেলেও রয়ে গেছে তাদের প্রেতাত্মাগণ। তাই আজও আমরা বারবার দেখি বিভিন্ন অপশক্তি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করেচ লেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী সমাজকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। মনেরাখতেহবে, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখমুজিবুররহমান ও তাঁর সুযোগ্যা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখহাসিনার এ দেশে কোন তুলনা নেই।
তিনি আরওবলেন, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই মিলে আমরা একটি পরিবার।আমরা যেন সকলে বিশ্ববিদ্যালয় ও এদেশের জন্য কাজ করতে পারি এটাই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার বিজয়ের এইদিনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ সহ সকল জীবিত বীরমুক্তিযোদ্ধার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আবদুল খালেক, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. এমরানপারভেজ খান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মিজানুজ্জামান, প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমামুনুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহকারী অধ্যাপকমো. মতিয়ার রহমান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. রহিমউদ্দিন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. অহেদুজ্জামান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. আফসারউদ্দিন, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহকারী অধ্যাপক সনেট কুমার সাহা, ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. মাহরুফ হোসেন, আইন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. আব্দুলকরিম, মকফর উদ্দিন সিকদার হলের প্রোভস্ট ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপকমো. আমিমুল এহসান, মনোয়ারা সিকদার হলের প্রোভস্ট ও আইন বিভাগের প্রভাষক শাকিলা সুলতানা স্মৃতি সহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।