
বাংলাদেশ খেলাফত মজলিস-এর ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেছেন, তাকওয়া অর্জনের মাহে রমজানের মাসে জেলবন্দী ওলামায়ে কেরাম মুক্তি দিতে হবে।
সোমবার ১০ এপ্রিল পালং উত্তর বাজার ড্রিমল্যান্ড রেস্টুরেন্টে তাকওয়া অর্জনের মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহভীতি। রমজান মাসে আমাদের সুদ থেকে দূরে থাকতে হবে, ঘুষ থেকে আমাদের দূরে থাকতে হবে, সকল প্রকার দূর্ণীতি থেকে আমাদের দূরে থাকতে হবে। যারা সুদ, ঘুষ ও দূর্ণীতির সাথে জড়িত, তাদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে। এরপর সংসদ নির্বাচনে তিনি তাকওয়াভিত্তিক ইসলামী দলকে সমর্থন করার কথা ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা শাব্বীর আহমদ উসমানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস-এর প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূইঁয়া, শরীয়তপুর জেলা ওলামা পরিষদের মাওলানা আবু বকর, মাওলানা শফিউল্লাহ খান, মাওলানা ইদ্রিস কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীয়তপুরীসহ শরীয়তপুর জেলা শাখার বিভিন্ন ইসলামী সংগঠণ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমূখ।
আলোচনা সভা ও ইফতার মাহফিলের পরিচালনায় ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো: দবির হোসেন শেখ।