
শরীয়তপুরে আল-মাদানী নূরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
১৩ এপ্রিল বৃহস্পতিবার সদর পৌরসভার ৪নং ওয়ার্ড আদর্শ নগরে (তুলাসার) আল-মাদানী নূরানী হাফেজিয়া মাদ্রাসার কমিটির আয়োজনে উক্ত মাদ্রসা প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মিলাদ কিয়াম শেষে মহান রব্বুল আলামীন আল্লাহর দরবারে দেশ ও জাতির মাগফেরাত ও উন্নতি কামনা করা হয়। পরে আল-মাদানী নূরানী হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা গাজী মোঃ ফারুক আবেদী তার সংক্ষিপ্ত বক্তব্যে মাদ্রাসাটি পরিচালনায় যারা সার্বিক সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, তিনি জানান এখনো মাদ্রাসাটি প্রতিষ্ঠার দুই বছর হয়নি এখনি ৯০ জনের মতো ছাত্র রয়েছে, আগামীতে আল্লাহর রহমতে ও সকলের সহযোগিতার মাধ্যমে তিনি শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়ানোর আশ্বাস দেন।
এসময় উক্ত মাদ্রাসায় নূরানী হাফেজিয়া বিভাগের শিক্ষার্থী, তাদের অভিভাবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।