
সম্পত্তি রক্ষা ও উদ্ধারের জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট বাজারস্থ রাধা মাধব মন্দিরে।
রবিবার ২৩ এপ্রিল বিকালে অক্ষয় তৃতীয়া তিথি উপলক্ষে দিনব্যাপী ভগবানের অভিষেক, ভোগ, কীর্তন, পাঠ ও মন্দির রক্ষায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি অসীম কুমার দে ও সাধারন সম্পাদক রাম কৃষ্ণ দেবনাথের নেতৃত্বে অনুষ্ঠানে কর্মসূচিতে বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশ্রগ্রহণ করেন।
অনুষ্ঠানের আয়োজকরা বলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক মানিক ব্যানার্জী কুটচাল করে প্রায় ৩০০বছর আগে প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের সম্পত্তি নিজ নামে জাল দলিল করে নেয়। বারবার ওই সম্পত্তি ফেরত দিবে বলে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি।
উল্টো মন্দিরের বর্তমান সভাপতি ও সাধারন সম্পাদককে নানান ধরনের হুমকি ধমকি দিচ্ছে। আমরা ভূমিদস্যু মানিক ব্যানার্জীর কালো ধাবা থেকে মন্দিরের সম্পত্তি রক্ষা চাই।