শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং
শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী

চিকন্দী বিচারকের বাসভবনে হামলা ও ভাংচুর

চিকন্দী বিচারকের বাসভবনে হামলা ও ভাংচুর

চিকন্দী কোর্টের সিনিয়র সহকারী জজ সাইদুল ইসলামের সরকারি বাসভবনে হামলা ও ভাংচুর করার অভিযোগ ওঠেছে।

গত মঙ্গলবার ২৫ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে শরীয়তপুর সদর উপজেলার পালং থানাধীন চিকন্দী সরকারি বাসভবনে অজ্ঞাত ৭/৮ ব্যক্তি এ হামলা ও ভাংচুর করেছে বলে অভিযোগে ঐ সিনিয়র সহকারী জজ-এর অফিস সহায়ক মোঃ সাইফুল্লাহ উল্লেখ করেন।

অভিযোগ ও মোঃ সাইফুল্লাহর সূত্রে প্রকাশ, গত মঙ্গলবার ২৫ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে আমার শয়ন কক্ষের খোলা জানালায় অজ্ঞাত কেউ আঘাত করে। তখন আমি ঘুম থেকে উঠে যাই। এভাবে পরপর তিনবার আঘাত করে আমাকে গেইট খুলতে বলে।

আমি চুপচাপ চিকন্দী পুলিশ ফাড়িতে মোবাইল করে জানাই। কিন্তু ওরা পুলিশ আসার পূর্বেই আমার ইট ছুড়ে দোতলার জানালা ভেঙ্গেছে, ঘরে প্রবেশ করার চেষ্টায় কেচিগেইট ভেঙ্গে বাকা করে ফেলেছে। এতে প্রায় ৩০’হাজার টকার ক্ষতি সাধিত হয়েছে।

আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং বাসভবনে বসবাসকারী সকলকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এরপর পুলিশ আসতে দেখে পুর্ব দিকে চলে গেছে। এমতাবস্থায় আমি সহ বাসভবনের সবাই নিরাপত্তাহীনতায় ভূগছি। এরপর কোন উপায়ন্তর না পেয়ে স্যারের নির্দেশনায় আমি বাদী হয়ে পালং মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।

পালং মডেল থানা ওসি আক্তার হোসেন জানান, এ বিষয়ে পালং থানাধীন চিকন্দী কোর্টের সিনিয়র সহকারী জজ সাইদুল ইসলাম-এর কেয়ারটেকার একটি অভিযোগ করেছে। আমরা সুষ্ঠভাবে তদন্ত করছি। অচিরেই আসামীরা আইনের আওতায় আসবে বলে আমি মনে করি।


error: Content is protected !!