বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুর সখিপুরের জাহিদ হাসান ৪১তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম

শরীয়তপুর সখিপুরের জাহিদ হাসান ৪১তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম

৪১তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন শরীয়তপুর জেলার সখিপুরের মোঃ জাহিদ হাসান। ৪১তম বিসিএসে অংশ নিয়ে সফল হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই মেধাবী শিক্ষার্থী।

৪১তম বিসিএসের ফল প্রকাশের পর জাহিদের প্রথম হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জাহিদ নিজেও ফল প্রকাশের পর নিজের ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, ১৯৯৭ খ্রিস্টাব্দে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামে জন্মগ্রহন করেন জনাব জাহিদ হাসান ।তিনি একজন স্কুল শিক্ষিকার সন্তান। তার বাবা চাকুরী ও পাশাপাশি ব্যবসার সাথে যুক্ত ছিলেন। তার একমাত্র ছোট বোন রয়েছে যিনি স্নাতকে অধ্যয়নরত আছেন।

শিক্ষাসচেতন, মধ্যবিত্ত পারিবারিক পরিমণ্ডলে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। তিনি ভেদরগঞ্জ উপজেলার চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি পান এবং পরবর্তীতে ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে এস এস সি, ২০১৪ সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচ এস সি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং আইবিএ থেকে এমবিএ ডিগ্রী লাভ করেন। তিনি ৪০তম বিসিএস এ সমবায় ক্যাডারে প্রথম যোগদান করেন এবং এবারের ৪১ তম বিসিএস এ পুলিশ ক্যাডারে প্রথম স্থান অধিকার করেন।

৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত বৃহস্পতিবার পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ফল সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি।

প্রিলিমিনারি পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তাঁরা লিখিত পরীক্ষায় অংশ নেন। গত বছরের ১০ নভেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার প্রার্থী উত্তীর্ণ হন।

চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্লা জানান,ভালোভাবে পড়াশোনা করলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীরাও বিসিএস ক্যাডার হতে পারে। প্রতিবারই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিসিএসে উত্তীর্ণ হচ্ছে। জাহিদ ছাত্র হিসেবে খুবই মেধাবী, সাংগঠনিক কর্মকাণ্ডেও সমানভাবে পারদর্শী সে। তার এই সাফল্যেআমি খুবই আনন্দিত।

মো. জাহিদ হাসান মোঠোফোনে বলেন, আমর মায়ের অনুপ্রেরণা আমাকে সাহস জুগিয়েছে। ৪০তম বিসিএস এ সমবায় ক্যাডারে প্রথম যোগদান করি এবং এবারের ৪১ তম বিসিএস এ পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করি এবং কাঙ্ক্ষিত ফল আসে।

প্রথম অবস্থান নিয়ে জাহিদ হাসান বলেন, বিশ্বাসই করতে পারছি না যে আমি সারা দেশে প্রথম হয়েছি। অবশেষ মা ও ছোট বোনের মুখ উজ্জ্বল করতে পেরেছি। এখন একজন মানবিক পুলিশ হিসেবে সততার সঙ্গে দেশের মানুষের সেবা করতে চাই। এ জন্য সবার দোয়া প্রার্থী।


error: Content is protected !!