
মুরগির ডিমের দাম অতিরিক্ত বিক্রি করায় দায়ে শরীয়তপুর সদরে বিশেষ অভিযান চালিয়েছে শরীয়তপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ডিমের দাম অতিরিক্ত বিক্রি করা ও ডিম ক্রয়-বিক্রয়ের ক্যাশমেমো বা রসিদ না থাকাসহ কয়েকটি কারণে দুই ব্যাবসায়ী প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।
রোববার ১৩ আগস্ট বিকেলে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী। ডিমের দাম বেশ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী জানান, ফার্মের মুরগীর ডিমের মূল্য নিয়ন্ত্রণে শরীয়তপুর জেলায় আজ বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে।
এ সময়ে শরীয়তপুর সদর উপজেলার মনোহর ও আঙ্গারিয়া বাজারে পরিচালিত হওয়া এই অভিযানে পাইকারী ও খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এসময় ডিমের ক্রয়-বিক্রয় রশিদ ও মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে ভোক্তা-অধিকার আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক জরিমানা করা হয়েছে। এর মধ্যে মনোহর বাজার এলাকার মেসার্স দূরলতা ডিম স্টোরকে ১০ হাজার টাকা এবং মেসার্স বেপারী স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ গোলাম রাব্বি, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আবুল হোসেন, জেলা ক্যাব সভাপতি মো: বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |