
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
১৫ আগস্ট সকাল ৮ টায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে লাল সবুজের জাতীয় পতাকা অর্ধনমিত করেন। সাথে ছিলেন জেলার বীর মুক্তিযোদ্ধাগন। এরপর সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়। এসময় ইকবাল হোসেন অপু এমপি, শরীয়তপুর জেলা প্রশাসক, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ শরীয়তপুর জেলা ইউনিট, শরীয়তপুর জেলা আওয়ামীলী জেলা পরিষদ, শরীয়তপুর, ভাষা সৈনিকবৃন্দ, শরীয়তপুর পৌরসভা, উপজেলা পরিষদ, গণপূর্ত বিভাগ, পৌরসভা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠক, জেলা আওয়ামী যুবলীগ, সেচ্ছা সেবকলীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, জাতীয় যুব মহিলালীগ, শরীয়তপুর সরকারি কলেজ, শরীয়তপুর, গোলাম হায়দার খান সরকারি মহিলা কলেজ, কৃষিবিদ ইনষ্টিটিউশন, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্ত, আইনজীবি সমিতি, আওয়ামী আইনজীবি পরিষদ, জেলা শিল্পকলা একাডেমী, শরীয়তপুর, সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, জাতীয় পার্টি, ইঞ্জিনিয়ার এ্যাসোসিয়েশন, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্টি, শরীয়তপুর, জাতীয় মহিলা সংস্থা, শরীয়তপুর,বাংলাদেশ পুজা উদযাপন কমিটি, শরীয়তপুর জেলা শাখা, শরীয়তপুর কালেক্টরেট স্কুল, ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ, মন্দির ভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট, এনজিও ফেডারেশন (এফএনডি), ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, এপেক্স ক্লাব, শরীয়তপুর, আইডিইবি, শরীয়তপুরস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি,পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ ইত্যাদি।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮ তম শাহাদতবার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথি এমপি ইকবাল হোসেন অপু সহ অন্যান্যরাও অনুষ্ঠানে যোগদান করেন।
#