
“স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে শরীয়তপুরে ৭ দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮ জুলাই) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ১৮ জুলাই-২৪ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে মৎস্য সপ্তাহ।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ও জেলা মৎস্য কর্মকর্তাসহ অন্যান্য সরকারী কর্মকর্তা, প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইপোর্টালের সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা শরীয়তপুরে মাছ চাষের প্রবৃদ্ধি ও সফলতা নিয়ে আলোচনা করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |