
শরীয়তপুরে দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। ২০ ও ২১ জুলাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।
দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবে সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহের, সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি মির্জা হজরত আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আনন্দ উৎসবের মধ্য দিয়ে দুইদিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব শেষ হল। মাঝে মধ্যে এ ধরনের সাংস্কৃতিক উৎসব হলে যুব সমাজ খারাপ কাজ থেকে বিরত থাকবে।