
জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৮ উদযাপন উপলক্ষ্যে ২৩ জুলাই জেলা প্রশাসক, শরীয়তপুর এর আয়োজনে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের উপর ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অনল কুমার দে, মোতাকাব্বীর আহেমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ খলিলুর রহমান, সিভিল সার্জন এবং শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল মামুন শিকদার। উক্ত অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ পাবলিক সার্ভিসের ইতিহাস, ঐতিহ্য ও অবদান তুলে ধরেন এবং জনসেবাকে গতিশীল করার জন্য উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |