
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইমন আহমেদ ছৈয়ালকে সভাপতি ও ইমরান সরদারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। সম্প্রতি শরীয়তপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম হেবজুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
পরে গত ২৭ জুলাই নড়িয়া স্বাধীনতা মঞ্চে এক অনুষ্ঠানে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও শরীয়তপুর-২ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. খালেদ শওকত আলী আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষনা করেন।
কমিটির অন্যান্য সদস্যারা হলেন, সহ সভাপতি রায়হান সিরাজী, যুগ্ম সম্পাদক রুবেল দেওয়ান, সাইফুল ইসলাম বাবু, মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম (জনি) সরদার, দফতর সম্পাদক ইসলামুল হোসেন, প্রচার সম্পাদক সালেহ আহমেদ, উপ-প্রচার সম্পাদক হাসান সরকার, ক্রীড়া সম্পাদক ইয়াকুব আলী হাওলাদার, উপ ক্রীড়া সম্পাদক মোঃ ফিরোজ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শেখ সেলিম, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জাকির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুল হাসান মোল্যা।