
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ডানতীর রক্ষা ও বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসি বাংলাদেশীরা। বুধবার (২২আগস্ট) বিকেলে সিঙ্গাপুরের ইস্ট কোস্ট পার্কে পদ্মার ডানতীর রক্ষা ও বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আয়োজিত আলোচনা সভা থেকে এ দাবী জানান তারা। সভায় সাধুর বাজারে নদীতে ডুবে নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে উপস্থিত সবাই কালো ব্যাজ ধারণ করেন।
সভায় পথ সাময়িকীর সম্পাদক মনির আহমদের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন ফয়সাল মাল। এরপরে নদীভাঙনের করুণ চিত্র ও বেড়িবাঁধ বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য দেন রহমান খান, রুবেল মোল্লা, কিরণ মৃধা, বিল্লাল খান, জাহাঙ্গীর শেখ, জহির মোল্লা বাশার হাতেম আলী সারেং ও বাদল ঢালী।
অনুষ্ঠানে বক্তারা জরুরিভিত্তিক নৌবাহিনী মোতায়েন করে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে হলেও নড়িয়া বাঁচানো দাবি রাখেন প্রধানমন্ত্রীর কাছে।
আলোচনা শেষে প্রবাসিরা বেড়িবাঁধ বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষরে অংশগ্রহণ করেন।
নদীভাঙনের বিভিন্ন চিত্র ও গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপিটি শীঘ্রই সিঙ্গাপুরের হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে জানান অনুষ্ঠানের আহ্বায়ক মনির আহমদ।
অনুষ্ঠান শেষে নড়িয়ায় সাধুর বাজারে নদীতে ডুবে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।