
মিষ্টির খালি প্যাকেটের মূল্য ৯৫ টাকা! শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর বাজারে গিয়ে পাওয়া গেল এই অবস্থা। বিক্রেতা প্রতি কেজি ছানার মিষ্টি বিক্রি করছেন ৫৬০ টাকা। আর মিষ্টির খালি প্যাকেটের ওজন ১৭০ গ্রাম। সে হিসেবে ঐ প্যাকেটের মূল্য দাঁড়ায় ৯৫ টাকা। অথচ একটি খালি প্যাকেটের প্রকৃত মূল্য ১০-১২ টাকা। এভাবেই মিষ্টির প্যাকেটে, ফলের ঠোঙায়, দইয়ের হাড়িতে ওজনে কারচুপির মাধ্যমে ঠকানো হচ্ছে গ্রাহককে। তাই এখনই সচেতন হন। কোনো পণ্য ক্রয়ের সময় ওজন, মূল্য, মেয়াদ ইত্যাদি যাচাই করে নিন।
উল্লেখ্য যে, ১৬ অক্টোবর মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ওজনে কারচুপি, মেয়াদ উত্তীর্ণ পানীয় বিক্রি সহ ভোক্তা অধিকার বিরোধী কার্য করায় দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া জেলার গয়াতলা বাজারে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত বিপুল পরিমাণ পঁচা মিষ্টি, সিরা ও পোড়া তেল ধ্বংস করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |