মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

শরীয়তপুরে শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শরীয়তপুরে শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

শরীয়তপুরে শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯ অক্টোবর শুক্রবার বেলা ১১ টায় শরীয়তপুর সদর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে এবং পৌরসভা মেয়র রফিকুল ইসলাম কোতোয়ালের সার্বিক সহযোগীতায় শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি পালং বাজার উত্তর মাথা থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর পৌরসভা চত্ত্বরে এসে শেষ হয়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে পৌরসভা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দুপুর ১২ টায় কেক কাটা ও উপস্থিত সকলের মিষ্টি বিতরণ করা হয়।
আলোচনা সভায় শরীয়তপুর সদর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি জাহাঙ্গীর মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র আলমগীর হোসেন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম কোতোয়াল এবং রাকিব মোল্লাসহ অন্যান্যরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক প্রান্ত কুমার মন্ডল।


error: Content is protected !!