
শরীয়তপুরে যুব সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন শরীয়তপুর-১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ইকবাল হোসেন অপু।
সোমবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ টায় শরীয়তপুর পৌরসভা মেয়রের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইকবাল হোসেন অপু বলেন, যুব সমাজ হচ্ছে দেশের প্রধান চালিকা শক্তি। এই যুব সমাজকে সঠিক শিক্ষা ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। যুব সমাজের প্রধান শত্রু হচ্ছে মাদক। এই মাদকের ছোবলে যুব সমাজ আজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমি নির্বাচিত হলে এলাকা থেকে মাদক মুক্ত করবো এবং যুব সমাজের জন্য কাজ করে যাবো।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রব মুন্সী, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল ও অতিশ দিপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের পরিচালক জোনায়েদ আহম্মেদ।
শরীয়তপুর ন্যাশনাল সার্ভিস যুব ফোরামের ২০ জন সদস্যের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২০ জন সদস্য হলেন, ছাত্রলীগ নেতা ওমর ফারুক পাংকু, সোহেল পান্নু, রুমি হোসেন, সবুজ বেপারী, লোকমান হোসেন, হানিফ মাহমুদ, আক্তার হোসেন, এনামুল হক, মিঠুন খান, মনিরুল ইসলাম, ফারুক সিকদার, রাজীব মিয়া, সবুজ বেপারী দিপু, শেখ রমজান আলী, শিরিন আক্তার, আশফাক জাহান, সালমা জাহান, ইসরাত জেরিন স্বর্ণা ও নাসির তালুকদার।
এ সময় তারাসহ দুই শতাধিক যুব ও যুবনারী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।