
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তুলাতলা নিয়ামতপুর গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে দুটি বাড়িতে হামলা ও ভাংচুর চালায় এবং ছোট ছোট প্রায় শতাধীক গাছ কেটে ফেলে আতংকের সৃষ্টি করে স্থানীয় মেম্বার বিল্লাল জমাদার। স্থানীয় সূত্রে জানা যায়, আংগারিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য বিল্লাল জমাদারের ছাগলে জনাব আলী জমাদারের ফসল নষ্ট করে ফেলায় বিল্লাল জমাদারকে একথা জানালে বিল্লাল জমাদার ক্ষিপ্ত হয়ে আওয়ামীলীগ সমর্থক নিয়ামতপুর গ্রামের জনাব আলী জমাদার ও ইসমাইল জমাদারের বাড়িতে সোমবার জামাল জমাদার, খোকন জমাদার, রোকন জমাদার, আরিফ জমাদার, লিটন জমাদার সিরাজ জমাদারসহ প্রায় ৩০/৪০ জনে রাম দা, লাঠি সোটা নিয়ে হামলা চালিয়ে দুটি ঘর কোপায় এবং গতকাল রাতে আবারো হামলা চালিয়ে তাদের বাগানে থাকা ছোট ছোট প্রায় শতাধীক গাছ কেটে ফেলে। এ ব্যাপারে পালং মডেল থানায় ১০ জনকে আসামী করে ও অজ্ঞাত ২০ জনকে রেখে একটি অভিযোগ দায়ের করে। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।