
শরীয়তপুরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ গরীব অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। ৫ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১০টায় পালং সাবেক টিএন্ডটি অফিস সংলগ্ন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের জেলা কার্যালয় থেকে এ কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের জেলা সভাপতি নূর মোহাম্মদ কোতোয়াল এবং সাধারণ সম্পাদক মাসুক আলী দেওয়ান স্ব-শরীরে উপস্থিত থেকে শরীয়তপুর জেলার ১’শ জন গরীব অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় প্রবীণ হিতৈষী সংঘের সহ-সভাপতি এ্যাডভোকেট রাশেদুল ইসলাম মাছুম, সহ-সভাপতি মজিবুর রহমান সরদার, সহ-সাধারণ সম্পাদক আবদুস সামাদ বেপারী, কার্যকরী সদস্য আবদুল জাব্বার, নূরুল হক মিয়া, সহযোগী সদস্য এ্যাডভোকেট এমদাদ হোসেন, সদস্য আবদুল হান্নান হাওলাদারসহ প্রবীণ হিতৈষী সংঘের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।