
শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু বলেছেন, শিশুদের শুধু পড়া লেখার বোঝা চাপিয়ে দেয়া উচিত হবে না। লেখা পড়ার পাশাপাশি খেলাধূলারও সুযোগ করে দিতে হবে। তাদের খেলাধূলার প্রয়োজন রয়েছে। খেলাধূলার সুযোগ পেলে শিশুরা দেহমনে বেড়ে উঠবে। আর শিশুদের ভালোবাসতে হবে। আদর স্নেহ দিয়ে তাদের লেখাপড়া শিখাতে হবে। তাদের সাথে খারাপ আচরণ করা ঠিক হবে না। তাদেরকে আনন্দের সাথে পাঠদান করাতে হবে।
ভালোবাসা ও খেলাধূলার সুযোগ না পেলে তারা নেশা সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়বে। এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।
শনিবার (১৬ মার্চ) সকালে পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, বাস মলিক গ্রুপের সভাপতি ফারুক তালুকদার, পৌর কাউন্সিলর রাজ্জাক মোল্যা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন প্রমূখ উপস্থিত ছিলেন
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |