
বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে শরীয়তপুরে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রোববার (১৭ই মার্চ) সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮ টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, এ্যাড. আলমগীর হোসেন মুন্সী সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
র্যালী শেষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে বন্ধুবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশুদের সুন্দর হাতের লেখা, রচনা, উপস্থিত বক্তৃতা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধু সম্পর্কিত সংগীত প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যা সারে ৬টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।।
এছাড়া জেলার জাজিরা, নড়িয়া, ভেদরগজ্ঞ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায় দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |