সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে ভোক্তার অধিকারের মামলায় ক্ষতিপূরণ আদায়

শরীয়তপুরে ভোক্তার অধিকারের মামলায় ক্ষতিপূরণ আদায়

ভোক্তারও আছে অধিকার করলে অভিযোগ, মিলবে প্রতিকার। আব্দুল বারেক ভুইয়া শরীয়তপুর জেলার পালং বাজার থেকে ৩৩০ টাকা দিয়ে একটি মুরগী কিনে বাড়ি নিয়ে গিয়ে দেখেন মুরগির একটি পায়ে পচন ধরা। তিনি বিক্রেতাকে বিষয় টি জানান এবং মুরগি টি পরিবর্তন করে দিতে বলেন। কিন্তু বিক্রেতা মুরগি পরিবর্তন না করে বরং দুর্ব্যবহার করেন ক্রেতার সাথে। গত ৫ মার্চ ক্রেতা বারেক ভুইয়া অভিযোগ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয় এ। বৃহসপতিবার ২১মার্চ সেই অভিযোগ এর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি তে এসে অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করেন এবং পরবর্তীতে এধরনের অপরাধ না করার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে সরবরাহ না করায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। আইন মোতাবেক অভিযোগ কারীকে উক্ত জরিমানার ২৫ভাগ হিসেবে মোট ৫শ টাকা তাৎক্ষনিক ক্রেতা বারেক ভূইয়াকে প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত হয়।


error: Content is protected !!