
শরীয়তপুরে কৃষি শুমারি ২০১৯ এর তথ্য সংগ্রহ করতে গিয়ে মিজানুর রহমান নামে এক কর্মী জনরোশের শিকার হয়ে আহত হয়েছে। ১৫ জুন শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চর সোনামুখী (ঘোড়ার ঘাট) এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজানুর ওই এলাকার মৃত মোছলেম কবিরাজের ছেলে। মিজানকে আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পালং থানায় মামলা করার প্রস্তুতি গ্রহন করছেন বলে জানিয়েছে।
হাসপাতালের বেড থেকে আহত মিজানুর রহমান জানায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কৃষি (শস্য, মৎস্য ও প্রাণী সম্পদ) শুমারি ২০১৯ গত ৯ জুন থেকে শুরু হয়ে আগামী ২০ জুন পর্যন্ত চলবে। মিজানুর এ প্রকল্পের একজন কর্মী হিসেবে শনিবার সকাল ১০টায় চর সোনামুখী এলাকার দাড়িয়া বাড়িতে কৃষি শুমারির তথ্য সংগ্রহের কাজে যায়। দাড়িয়া বাড়িতে গিয়ে তাদের জমি, খানা ও পরিবারের সদস্যদের তথ্য জানতে চায়। তখন পার্শ্ববর্তী কোতোয়াল বাড়ি, বেপারী বাড়ি ও সরদার বাড়ির ১০-১২ জন লোক এসে তাকে জিজ্ঞেস করে এখানে কি বিয়ে করতে আসছ? তা না হলে এসব তথ্য জানতে চাস কেন? তখন মিজানুর তার পরিচয়পত্র দেখিয়ে বলে “আমি কৃষি শুমারির জন্য তথ্য সংগ্রহ করছি”। এ কথা বলার পরই ওই সকল লোকজন ক্ষিপ্ত হয়ে মিজানুরের পরিচয়পত্র ছিড়ে ফেলে এবং তাকে এলোপাথারী মারধর করে। এদের অনেককে দেখলে মিজানুর চিনবে তবে হামলাকারীদের নাম সে জানে না বলে জানিয়েছে। বিষয়টি সে কর্তৃপক্ষকে অবগত করেছে। তারা মামলার প্রস্তুতি গ্রহন করছে।
প্রকল্পের জোনাল অফিসার প্রদীপ কুমার দাস বলেন, আমাদের এক কর্মী তথ্য সংগ্রহ করতে গিয়ে সোনামুখী এলাকায় জনরোশে পড়ে আহত হয়েছে। বিষয়টি জেলা কর্মকর্তাসহ শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি আমাকে জানিয়েছেন এবং অভিযোগ পাঠাবে বলেছেন। কিন্তু এখনও পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |