
অলিম্পিক ডে উপলক্ষে শরীয়তপুরে র্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রোববার (২৩ জুন) সকাল ৯টায় শরীয়তপুর স্টেডিয়াম থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সঞ্জীব নাগ। র্যালিতে অংশগ্রহণ করেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাজ্জাক, সদস্য আব্দুর রব কোতোয়াল, মো. সেলিম মিয়া, সুভাষ দাস সহ বিভিন্ন ইভেন্টের খেলোয়ার বৃন্দ।