
শরীয়তপুর সদর উপজেলায় স্কুলছাত্রীকে ইভটিজিং করায় মিলন বেপারী (১৯) নামে দশম শ্রেনীর এক ছাত্রকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৬ জুন) রাত ৮টার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ এ দ-াদেশ প্রদান করেন। মিলন বেপারী সদর উপজেলার চরপাতান গ্রামের ইদ্রিস বেপারী ছেলে এবং আংগারিয়া টেকনিক্যাল স্কুল এ- কলেজের দশম শ্রেনীর ছাত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ জানান, সদর উপজেলার তুলাতলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী সাদিয়া আক্তার স্কুলে আসা যাওয়ার পথে কিছুদিন যাবত মিলন বেপারী তাকে উত্যক্ত করে আসছিলো। আজ (বুধবার) দুপুরের দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ইমরান বেপারী মটরসাইকেল নিয়ে সাদিয়ার পথ রোধ করে প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন ভাবে সাদিয়াকে উত্যক্ত করতে থাকে এবং কাগজে মোবাইল নম্বর লিখে যোগাযোগ করার জন্য সাদিয়ার হাতে ধরিয়ে দেয়। সাদিয়া বিষয়টি এলাকার লোকজনকে জানালে এলাকার লোকজন মিলনকে ধরে উত্তম মধ্যম দিয়ে তুলাতলা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রেখে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। খবর পেয়ে পুলিশসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে স্কুল মাঠে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাদিয়ার জবানবন্দী ও উপস্থিত লোকজনের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রায় ২ শতাধিক লোকের উপস্থিতিতে মিলনকে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |