মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

ভেদরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ভেদরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় লিমা বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। সখিপুর থানার উপ-পরিদর্শক আতিয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত লিমা বেগম শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরভাগা মৃধা কান্দি গ্রামের মাহাবুব মালের স্ত্রী।

স্থানীয় ভাবে জানা গেছে, এক বছর আগে ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের মনাই হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা মৃত সিরাজ হাওলাদারের মেয়ে লিমা বেগমের সঙ্গে একই ইউনিয়নের চরভাগা মৃধা কান্দি গ্রামের কাশেম মোল্লার ছেলে মাহবুব মালের বিয়ে হয়।

সখিপুর থানার উপ-পরিদর্শক আতিয়ার হোসেন জানান, লিমার শশুর বাড়ির একটি থাকার ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সখিপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।


error: Content is protected !!