বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

সখিপুরে দুই লাখ টাকার কারেন্ট জালসহ তিন জেলে আটক

সখিপুরে দুই লাখ টাকার কারেন্ট জালসহ তিন জেলে আটক

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থেকে দুই লাখ টাকার কারেন্ট জালসহ তিনজন জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় ৩০ কেজি জাটকা ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সখিপুর থানার মনাই হালদার বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- আব্দুল কাদের (৩২), আলমগীর (৩৫) ও দেলোয়ার (৪৫)।
শরীয়তপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) কল্লোল কুমার দত্ত বলেন, বুধবার সকালে সখিপুর থানার মনাই হালদার বাজার সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে তিনজন জেলেকে আটক করি। প্রায় দুই লাখ টাকার জাল, ৩০ কেজি জাটকা ও একটি মাছ ধরার নৌকা জব্দ করি। পরে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা, মাদরাসা ও এলাকার দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে


error: Content is protected !!