বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং, ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ৩০শে শাবান, ১৪৪৪ হিজরী
বুধবার, ২২শে মার্চ, ২০২৩ ইং

ডামুড্যা সরকারি আব্দুর রাজ্জাক কলেজে নবীণ বরণ

ডামুড্যা সরকারি আব্দুর রাজ্জাক কলেজে নবীণ বরণ

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার সরকারি আব্দুর রাজ্জাক কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কলেজ মাঠে প্রাঙ্গণে নবীন বরণ অনুষ্ঠানে সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছায়েদুল হক মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম।

এসময় উপস্থিত ছিলেন সরকারি আব্দুর রাজ্জাক কলেজের সিনিয়র অধ্যাপক পরিমল কৃঞ্চ পাল,বাংলা প্রভাষক আশেকুজ্জামান,প্রভাষক সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক সোহেল রানা, সহকারী অধ্যাপক মো: শওকত ওসমান, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন , সাধারন সম্পাদক মাহাবুব আলম, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন সবুজ, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিঠু, সিনিয়র সহসভাপতি লিখন, যুগ্ম সাধারণ সম্পাদক সিমান্ত হোসেন প্রিয় সহ প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন,নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক গুনাবলী অর্জন করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন। অতঃপর তিনি শিক্ষার্থীদের অভ্যন্তরীণ ক্রীড়াকক্ষের উদ্ধোধন করেন এবং তাদেরকে মাননীয় জেলাপ্রশাসক মহোদয় এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী উপহার প্রদান করেন।


error: Content is protected !!