মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

ডামুড্যায় বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ পালিত

ডামুড্যায় বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ পালিত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিভিন্ন কর্মসৃচির মধ্যে বাংলা নববর্ষ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪এপ্রিল সকাল সারে ১০ টায় ডামুড্যা উপজেলা হইতে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদ হল রুমে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহন করেন। শোভাযাত্রা শেষে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ, ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার,সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদ মোল্যা, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল, সাধারন সম্পাদক মো: নান্নু মৃধাসহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন দলীয় রাজনৈতীক ব্যাক্তি সহ বিভিন্ন পেশার মানুষ।


error: Content is protected !!