
আজ ২০/০৪/২০২৩ তারিখ, রোজ বৃহস্পতিবার, এ সময়ের জনপ্রিয় কবি, ঔপন্যাসিক, গীতিকার এবং অনলাইন পত্রিকা জাদরেল সাহিত্যেক সম্পাদিকা,”সাবিনা সিদ্দিকী শিবা’র ” জন্মদিন।
এই দিন সে মা-বাবার ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন। তার পিতামহীর বাড়ি শরীয়তপুরের ড্যামুড্যা উপজেলার রামরায়ের কান্দী গ্রামে, তিনি বিবাহিত। এক সন্তানের গর্বিত জননী। আমরা এই বহুমুখী লেখিকার জন্মদিনে তার জন্য শুভকামনা করছি।