
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় এস.এস.সি/ এস.এস.সি ভোকেশনাল পরীক্ষা -২০২৩ সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কক্ষ প্রত্যবেক্ষক প্রশিক্ষন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৭ এপ্রিল বিকালে ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, একাডেমিক সুপারভাইজার ফরহাদ হোসেন, কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ: মজিদ খান, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার, দারুলআমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম,আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেন, শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তার হোসেনসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ প্রমূখ।