বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

ডামুড্যায় রংতুলি ডিজিটাল প্রিন্টিং প্রেস উদ্বোধন

ডামুড্যায় রংতুলি ডিজিটাল প্রিন্টিং প্রেস উদ্বোধন

শরীয়তপুরের ডামুড্যায় নতুন আঙ্গিকে গ্রাফিক্স জোন ডিজিটাল রং তুলি প্রিন্টিং প্রেস এর শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৪ আগষ্ট) বিকালে ডামুড্যা উপজেলা পরিষদ সংলগ্ন কেয়ার ইন্টারন্যাশনাল স্কুল এর সামনের ভবনে দোয়া মাহফিল এর মাধ্যমে রংতুলি প্রিন্টিং প্রেস এর ডামুড্যা শাখা শুভ উদ্বোধন করা । এসময় দোয়া মাহফিল পরিচালনা করেন ডামুড্যা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাই। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন এর ছোট ভাই উক্ত প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী মহশিন আহমেদ, হাফেজ মোঃ শহীদুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাদল বেপারী, মোঃ শাহিন বেপারি,এডভোকেট সাজ্জাদ হোসেন কাজল,ব্যাবসায়ী সুমন ছৈয়াল নজরুল হাওলাদার,সুজন বেপারি,শাহিন বেপারি সহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠান প্রধান মহশিন আহমেদ জানান, দির্ঘদিন যাবত আমরা ভেদরগঞ্জ, ঘড়িশারে সফলতার সাথে ব্যবসা চালিয়ে আসছি। আবার নতুন করে ডামুড্যায় ভাল ও মান সম্মত ডিজিটাল মেশিন দ্বারা ব্যানার, ফেষ্টুন, পোষ্টার, ক্রেস্ট, আইডি কার্ড, স্টিকার,ভিজিটিং কার্ড, ক্যাশ মেমো, টি শার্ট ও মগগ্লাস প্রিন্ট সহ সকল প্রকার ডিজটাল প্রিন্টের কাজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন কাজল বলেন রং তুলি প্রিন্টিং প্রেস শুনামের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করা যাচ্ছে তাদের প্রেসের ডিজিটাল ব্যানারসহ অন্যান্য যে কাজগুলো করা হয় তা খুবই গুণগত মান সম্পন্ন তাই আমি আশা করি তারা ডামুড্যাতেও ভালো করবেন।


error: Content is protected !!