
“মাদককে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬ জুন) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে র্যালীর উদ্বোধন করা হয়। র্যালীটি ডামুড্যা বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এর আগে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল মুহাইমিনুল ইসলাম, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, কৃষি অফিসার মোঃ সিরাজুর রহমান, ওসি ডামুড্যা থানা মোঃ মেহেদি হাসান, পিআইও মোঃ মোস্তফা কামাল, প্রাণি সম্পদ কর্মকর্তা আহসান উল্লাহ মানিক, মাধ্যমিক কর্মকর্তা কাজী আব্দুল মুকীম সহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এরই ধারাবাহিকতায় ডামুড্যা উপজেলায় মাদকের বিরুদ্ধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মাদক বিরোধী র্যালীর আয়োজন করা হয়েছে। বক্তারা আরো বলেন, ডামুড্যায় মাদকের জিরো টলারেন্স দেখানো হবে। যারা মাদক কারবারি তাদেরকে কোন রকম ছাড় দেওয়া হবে না। বক্তারা এ সময় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |