মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

কোদালপুরে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন”

কোদালপুরে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন”
কোদালপুরে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন”

করোনার নিষ্ঠুর আঘাতে সারা পৃথিবী যখন স্থবির, তখন অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে দেশের কর্মহীন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষেরা। ঠিক তখনই মানবতার হাত বাড়িয়ে ৬৫ টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন”।

৫ মে মঙ্গলবার শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ৬৫ টি পরিবারের মাঝে “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন” এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী রাজু আহমেদ। উপহার সামগ্রী বিতরণ প্রক্রিয়াটি সম্পন্ন করেছে, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের শরীয়তপুরের স্বেচ্ছাসেবক রাজু আহমেদসহ রফিজল মৃধা, ইমরান আহমেদ, মারিয়ান রহমান, সোলাইমান সুজন ও সাওন আহমেদ।

জানা যায়, “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন” একটি আমেরিকান ভিত্তিক বাংলাদেশি সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. চন্দ্র নাথ। বর্তমানে আমেরিকা হিটাচি ম্যানুফ্যাকচারিং এর রিসার্চার হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশে শিক্ষা, চিকিৎসা সহায়তা ও জরুরী ত্রাণ বিতরণের মাধ্যমে সংগঠনটি সারা দেশব্যাপী সুনাম অর্জন করেছে।


error: Content is protected !!