
করোনার নিষ্ঠুর আঘাতে সারা পৃথিবী যখন স্থবির, তখন অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে দেশের কর্মহীন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের মানুষেরা। ঠিক তখনই মানবতার হাত বাড়িয়ে ৬৫ টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন”।
৫ মে মঙ্গলবার শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের ৬৫ টি পরিবারের মাঝে “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন” এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী রাজু আহমেদ। উপহার সামগ্রী বিতরণ প্রক্রিয়াটি সম্পন্ন করেছে, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের শরীয়তপুরের স্বেচ্ছাসেবক রাজু আহমেদসহ রফিজল মৃধা, ইমরান আহমেদ, মারিয়ান রহমান, সোলাইমান সুজন ও সাওন আহমেদ।
জানা যায়, “মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন” একটি আমেরিকান ভিত্তিক বাংলাদেশি সংগঠন। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. চন্দ্র নাথ। বর্তমানে আমেরিকা হিটাচি ম্যানুফ্যাকচারিং এর রিসার্চার হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশে শিক্ষা, চিকিৎসা সহায়তা ও জরুরী ত্রাণ বিতরণের মাধ্যমে সংগঠনটি সারা দেশব্যাপী সুনাম অর্জন করেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |