
গোসাইরহাটে স্বাধীনতার মহান স্থাপতি বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস মহামারি করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে পালন করা হয়েছে। দিনের কর্মসূচির মধ্যে ছিল, সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাচ ধারন, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পন, উপজেলা আওয়ামীলীগ অফিসে ও উপজেলা সরকারী শামসুর কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নবনির্মিত উপজেলা মডেল মসজিদে কোরানখানি ফাতেহা পাঠ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এ জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, গোসাইরহাট থানার ওসি মোল্যা সোহেব আলী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল আহম্মদ বাচ্চু ছৈয়াল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল, উপজেলা যুবলীগের সভাপতি মাস্টার নুরুজ্জামান মৃধা, সাধারন সম্পাদক বাবলু মৃধা, ছাত্রলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল ফরাজী, সাধারন সম্পাদক আজমল হোসেন নয়ন দেওয়ান, গোসাইরহাট পৌরসভার কাউন্সিলর মতিউর রহমান মিন্টু বেপারী প্রমুখ।