
ভাস্কর্য ভেঙে জাতির পিতা বঙ্গবন্ধুকে অসম্মান করায় “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” নামে একটি প্রতিরোধ সভার আয়োজন করে গোসাইরহাট প্রসাশন। শনিবার ১২ ডিসেম্বর বেলা ১১ টায় গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন এর সভাপতিত্বে উপজেলার সভাকক্ষে এ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মো. আলমগীর হুসাইন বলেন, এ আঘাত বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর নয়, এ আঘাত বাংলাদেশের উপর। যারা ভাস্কর্য ভেঙেছে এ প্রতিরোধ সভার মাধ্যমে তাদের ধিক্কার জানাই। এ জাতি স্বতন্ত্র। এ জাতির সম্মান রক্ষার জন্য যারা আমাদের বাঁধা দেয়, আমাদের টেনে ধরতে চায়, তাদের হুশিয়ার করার জন্য এ প্রতিরোধ সভা। জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান। সভা শেষে সরকারি কর্মকর্তারা বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্বলিত ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী ভূমি আবদুল্লাহ আল মামুন, সরকারী সামসুর রহমান কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান, উপজেলা কৃষিবিদ কল্যান কুমার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মো. কামরুজ্জামান, থানার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, আইসিটি অফিসার মাইনুল ইসলাম, ভেটেরিনারী সার্জন ডা. কে এম তানজিম নাঈম, পল্লী উন্নয়ন কর্মকর্তা পারভেজ আলম, উপজেলা তথ্য আপা রুপালী খাতুনসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাই নন, স্বাধীনতা উত্তর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য স্বীকৃতি আদায়ে তাঁর প্রাজ্ঞ, রাষ্ট্রনীতি ও কূটনীতি তাঁকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতার মর্যাদায় আসীন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না।