মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ৩রা অক্টোবর, ২০২৩ ইং

গোসাইরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

গোসাইরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শরীয়তপুর জেলার গোসাইরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান রহমান পাভেল (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়। এতে আরোও তিন জন আহত হয়। আর একজন কে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ইমরান রহমান পাভেল উপজেলা কোদালপুর ইউনিয়নের বকাউল পাড়ার মোঃ কামাল উদ্দিন বকাউলের ছেলে। ইমরান রহমান বকাউলের দেড় বছরের মেয়ে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাভেল কোদালপুর লঞ্চঘাট এলাকায় সরকারি কাঠেরপুলের কাজ চলছে। শুক্রবার (১২ মার্চ) দুপুর দের টার দিকে টার্মিনালের জন্য কাঠেরপুলের কাজ চলছিল। পাশে কারেন্টের তার ছিল। প্রথমে পাভেল কে কারেন্টে ধরে। পরে তাকে ছাড়াতে গেলে আরোও তিন জন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনা স্থলে পাভেল মারা যায়।

প্রত্যক্ষদর্শী আনোয়ার বলেন, পাভেল সকালে কাজের দেখার জন্য আসে। পরে আবার চলে যান। দুপুরে আবার আসেন কাজ দেখার জন্য। পাশে থাকা কারেন্টের তার সড়ানোর জন্য যায়। তখন ই পাভেল কে কারেন্টে ধরে। ওকে ছাড়াতে গেলে তিন জন আহত হন।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিফাত তাসনিম বলেন, দুপুরে পাভেলকে স্থানীয়রা লোকেরা নিয়ে আসে। এখানে আসার আগেই তার মৃত্যু হয়। তার সাথে আরোও তিন জন কে আনা হয় তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর পাঠানো হয়েছে। দুজন মোটামুটি সুস্থ আছ।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, উপজেলার কোদালপুরে পাভেল নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।


error: Content is protected !!