বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

গোসাইরহাটে ছোট বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

গোসাইরহাটে ছোট বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পানিতে ডুবে হাসিবা ও হামিদা নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ৮ আগস্ট সকাল সাড়ে ৭টায় গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাচঁকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিবা (৬) এবং হামিদা (৩) ওই গ্রামের বারেক চৌধুরীর দুই কন্যা।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে খেলাধুলা করতে থাকে দুই বোন। খেলার একসময় ছোট বোন বাড়ির পাশে থাকা একটি ডোবায় পড়ে যায়, ছোট বোন হামিদাকে বাঁচাতে গিয়ে বড় বোন হাসিবা পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় এসময় দুজনেই পানিতে ডুবে যায়। পরবর্তীতে শিশু দুটিকে পুকুরে ভাসতে দেখেন শিশু দুটির মা ও বাবা। তাদের আর্তনাদে এলাকাবাসী এসে শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাঃ মো. কামাল হোসেন বলেন, আজ সকাল সাড়ে ৮ টার সময় পানিতে পড়ে ডুবে যাওয়া দুইটি কন্যা শিশুকে এলাকাবাসী উদ্ধার করে হসপিটালে নিয়ে আসেন। আমরা পরীক্ষা করে তাদের ভিতরে প্রাণের চিহ্ন না পেয়ে ইসিজি করে দেখি, পরে তাদের মৃত ঘোষণা করি।


error: Content is protected !!