বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

গোসারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় শোক দিবস

গোসারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় শোক দিবস

স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোসারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় শোক দিবস পালন করেছেন।

মঙ্গলবার ১৫ আগস্ট শরীয়তপুরের গোসারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমানের নেতৃত্বে একটি র‌্যালি উপজেলা সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘো অর্পণ করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ইব্রাহিম হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেডিক্যাল অফিসার ডা. জিন্নাত সুলতানা ঈশিতা, ডা. তাসনিয়া আহমেদ, ডা. আবিদূর রহমান, ডা. মাইদুল ইসলাম সম্রাট, ডা. কামাল হোসেন, ডা.নুরে আলম জিকু, ডা. আফজাল প্রমূখ।

আলোচনা সভায়, ১৫ই আগস্ট এর জঘন্য এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে জাতির পিতা সহ যারা শহীদ হয়েছেন সবাই যেন অনন্তকাল বেঁচে থাকেন প্রতিটি মানুষের মনের মনি কোঠায়, এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 


error: Content is protected !!