
বুধবার গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীদের নিয়ে উপজেলা আওয়ামীলীগের নিজস্ব ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে র্তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুর-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারঃ) আহসান সিদ্দিকী লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নাসির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতা মহিউদ্দন চৌধুরী, কোদালপুর ইউ’পির চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, নলমুড়ি ইউ’পির চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান মিয়া, নাগেরপাড়া ইউ’পির চেয়ারম্যান মোঃ মহসিন সরদার, কুচাইপট্টি ইউ’পির চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহ-সভাপতি মাস্টার আবুল কালাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবুল খায়ের, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক মোস্তফা কামাল ফরাজী, আজমল হোসেন নয়ন দেওয়ান, প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |