
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে গতকাল রবিবার বিকেলে জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টায় শুরু হওয়া কুচাইপট্টি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে কুচাইপট্টি ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া, জঙ্গিবাদ, বাল্যবিবাহ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় কুচাইপট্টি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল মোমেন, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা।
এসময় আরো বক্তব্য রাখেন মাষ্টার কবির হোসেন, মাওলানা আঃ বাতেন প্রমুখ। কুচাইপট্টি ইউনিয়নের দুটি বিদ্যালয় ও একটি মাদরাসার শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |