
দুই দিনের সফরে ১৮ এপ্রিল বৃহস্পতিবার (আজ) শরীয়তপুর সফরে আসছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি।
আজ (১৮ এপ্রিল বৃহস্পতিবার) সকাল ৬ টায় মাওয়ার উদ্দেশ্যে বাস ভবন ত্যাগ করবেন নাহিম রাজ্জাক এমপি। সকাল ৭ টায় মাওয়া ফেরি পাড়াপাড় হয়ে সকাল সাড়ে ৮ টায় কাঠালবাড়ী ঘাটে উপস্থিত হবেন। এরপর গোসাইরহাটের উদ্দেশ্যে যাত্রা করে সকাল ১০ টায় গোসাইরহাট উপজেলা প্রশাসনিক ভবন ও ১০০ আসন বিশিষ্ট হল রুমের ভিত্তি প্রস্তর স্থাপন এবং গোসাইরহাট উপজেলা পরিষদে মত বিনিময় সভায় অংশগ্রহন করবেন। দুপুর ২ টা ৩০ মিনিটে মধ্যাহ্ন বিরতির পর বিকাল ৩ টায় গোসাইরহাট পৌরসভার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন। সবশেষে রাত ৮ টায় ডামুড্যাস্থ বাসভবনে রাত্রি যাপন করবেন। এবং আগামীকাল (১৯ এপ্রিল শুক্রবার) সকাল ১০ টায় গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ লীগের বর্ধিত সভায় যোগদান করবেন। পরে দুপুর ১ টায় মধ্যাহ্ন বিরতি ও জুমার নামাজ আদায় শেষে বিকাল ৩ টায় গোসাইরহাট থানার আইন শৃংখলা বাহিনীর সাথে মতবিনিময় সভা করবেন। বিকাল সাড়ে ৪ টায় কাঠালবাড়ীর উদ্দেশ্যে গোসাইরহাট ত্যাগ করবেন। বিকাল সাড়ে ৫ টায় কাঠালবাড়ী ঘাট ফেরী পাড়াপাড় হয়ে বিকাল সাড়ে ৬ টায় মাওয়া হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |