
গতকাল বুধবার গোসাইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবসটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইনের নের্তৃত্বে একটি বর্নঢ্যা র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। উপজেলা পরিষদ হলরুমে ঐতিহাসিক মুজিব নগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গোসাইরহাট থানার ওসি মোঃ সেলিম রেজা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইকবাল আহম্মদ বাচ্চু ছৈয়াল, আলী আহম্মদ আকন, উপজেলা কৃষি কর্মকর্তা কল্যান কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাজাহান, ইদিলপুর ইউপি’র চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী এবং কোদালপুর ইউপি’র চেয়ারম্যান এস এম মিজনুর রহমান প্রমুখ।