
শরীয়তপুরের ক্রমশ বেড়েই চলেছে বন্যার পানি। প্লাবিত হয়ে যাচ্ছে রাস্তা সহ বহু গ্রাম। ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়েছে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক সড়কের শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার বিভিন্ন অংশ। বুধবার ২২ জুলাই শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক সড়কের শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার বন্যার পানিতে প্লাবিত হওয়া বিভিন্ন এলাকায় পায়ে হেটে পরিদর্শণ করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর মাধ্যমে মানবিক সহায়তা প্রদান কর্মসূচির আওতায় বন্যায় প্লাবিত ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার ডোমসার ইউনিয়নে ৩০০ পরিবার ও জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে ১৫’শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট আলমগীর মুন্সি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ফকির, যুবলীগ নেতা লিটন বেপারী, হাবিব খালাসি, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাগিব মোল্লা সহ প্রমুখ।