
“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” প্রতিপাদ্যকে নিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলায় পুলিশ ও জনতার মাঝে সেতুবন্ধনের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জাজিরা উপজেলা অডিটোরিয়াম ভবনে জেলা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।
পুলিশ সুপার বলেন, ১৮৬১ সালে পুলিশ আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় পুলিশ বাহিনী।
বাংলাদেশ পুলিশ সব সময় জনগনের কল্যাণে কাজ করে আসছে। জনগনের সকল ধরনের বিপর্যয়ে নিরলসভাবে কাজ করছে পুলিশ। করোনা পরিস্থিতি মোকাবেলাসহ দেশের ক্রান্তিকালে সব সময় কাজ করছে পুলিশ।
তিনি বলেন, জাজিরায় যারা চেয়ারম্যান, মেম্বর ও স্থানীয় প্রভাবশালী আছেন আপনারা কেউ রেশারেশি-দলাদলি করে অরাজগতা সৃষ্টি করবেন না। আগামীতে এ সব কাজ থেকে বিরত থাকবেন। আইন নিজের হাতে তুলবেন না। অরাজগতা করলে কাউকে ছাড় দেয়া হবে না। পুলিশের সঙ্গে সেতু বন্ধনের চেষ্টা করবেন। আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, জাজিরায় যারা মদ, গাজা ও ইয়াবা খাবেন তাদের ছাড় নেই।মাদক ব্যবসায় জড়িত তাদের পুলিশ ছাড় দেবে না।
এ সময় জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার পিপিএম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আজহারুল ইসলাম, জাজিরা পৌরসভার মেয়র মো. ইউনুস বেপারী, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, ডিবি ওসি সাইফুল ইসলাম, জাজিরা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তারসহ জাজিরা উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ প্রমূখ।